ডিপ্লোমা ইন্জিনিয়ারিং এর ২০২২ সালের উত্তর পত্র

 #উত্তরপত্র


আগামী ২২ আগস্ট ২০২২ থেকে শুরু হতে যাওয়া ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সমাপনী পরীক্ষার নতুন উত্তরপত্রের নমুনা।


যে সকল পরিবর্তন আসছেঃ

১। নতুন উত্তরপত্রের লিথো খাতার ক্রমিক নং শুরু হবে ২২ সংখ্যা দিয়ে, যেহেতু ২০২২ সালের উত্তরপত্র তাই। পূর্বের উত্তরপত্রে শুরু হতো ১৯/২০/২১ এই সংখ্যাগুলি দ্বারা।


২। বৃত্ত ভরাটের ছকের উপর ও নিচে একই কোড দুইবার ব্যবহার করা হয়েছে এবার। পূর্বে শুধু উপরে একবার এই কোড ছিলো।


৩। পরীক্ষার সন লিখার ঘরে চারটি অংকের ঘরে আগে শুধু দুটি ঘর ফিলাপ করা থাকত ২ ০ অংক দুটি দ্বারা। এবার নতুন উত্তরপত্রে তিনটি ঘর পূরণ করা থাকবে ২ ০ ২ দ্বারা। ফলে শুধু একটি অংকই লিখতে হবে। যদিও আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনেক পরীক্ষার্থীই এই ঘর পূরণ করেন না।


৪। পূর্বের উত্তরপত্রে অতিরিক্ত উত্তর পত্র যে কয়টি ব্যবহার করত পরীক্ষার্থীরা বৃত্ত ভরাটের ছকের নিচে সে কয়টি ঘর বৃত্ত সিরিয়ালি ভরাট করতে হতো। এবার বিষয় কোডের পাশে শুধু অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা পরীক্ষা শেষের দিকে একবারই লিখে বৃত্ত ভরাট করতে হবে। যদি কোন পরীক্ষার্থী অতিরিক্ত উত্তরপত্র ব্যবহার না করে তাহলে তাকে এই অংশে কোন কাজ করতে হবে না।


আশা করি পরীক্ষার্থীরা বিষয়গুলি গুরুত্বের সাথে খেয়াল করবে। শুভকামনা পরীক্ষার্থীদের প্রতি।

Comments

Popular posts from this blog